মো: আকাশ মাহমুদ:
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ সোমবার (১৯ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে উপজেলার হাট-বনকগ্রাম এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহ্নত গুলী সহ একটি ওয়ান শুটারগান, ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকার সিরাজ মণ্ডলের ছেলে মোঃ সবুজ হোসেন (২৭) এবং একই এলাকার মকবুল মন্ডলের ছেলে মো: আব্দুল্লাহ (২৮)।
পাংশা থানা সূত্রে জানা যায়, কলিমহর এলাকার মৃত আলাউদ্দিন শেখ এর ছেলে ভ্যানচালক জানে আলম (২১) সোমবার ভাড়া মারার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হয়। পথে তার গতিরোধ করে নাওড়া বনগ্রাম যাবার জন্য ভাড়া করে সবুজ ও আব্দুল্লাহ। মাঝ পথে গেলে দুই ছিনতাইকারী জানে আলমকে অস্ত্রের ভয় দেখিয়ে সাধন চন্দ্র মন্ডল এর ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে হাত পা বেঁধে ফেলে TECNO SPARK এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড় দেয়। ভ্যানচালকের চিতকারে স্থানীয়রা এগিয়ে এলে দুই ছিনতাইকারি নিজেদের কাছে থাকা বন্দুক লুকিয়ে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন মজুমদারের নির্দেশনায় এস আই তারিকুল ইসলাম সহ পুলিশ দল অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারিকে আটক করে। এবং তাদের দেখানোমতে অস্ত্র গুলী ও মোবাইল ফোন উদ্ধার করে।