• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৩
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ কামাল হোসেনও নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা। এ সময় অনেককে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন