হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই গ্রুপের তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে মার্কেটসহ বিভিন্ন দোকানপাট।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় কলেজছাত্র তাহসিন হত্যার ঘটনার সূত্র ধরে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান এনাতাবাদ গ্রামের সৈয়দ খালেদুর রহমান ও আনমনু গ্রামের পৌর কাউন্সিলর নানু মিয়ার লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এনাতাবাদ ও আনমনু গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হন।
এ সময় চেয়ারম্যান খালেদের মালিকানাধীন রাজা কমপ্লেক্স ও আনমনু গ্রামের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিগ্বিদিক ছুটতে থাকে।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।