• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

শ্রম আদালতে ড. ইউনূসসহ ৪ জনের জামিন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৬
রবিবার, ৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইবুনাল।

রোববার (৩ মার্চ) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূস। এসময় তার পক্ষে আইনজীবী আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করলে শ্রম আপিল ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।

ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজ রোববার এ আদেশ দেন।

শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। দুদকের সে মামলায় আসামি ছিলেন ১৩ জন। চার্জশিটে নতুন একজন আসামি বেড়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন