• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

বিএনপি নেতা ইশরাক ও আব্দুস সালামের আগাম জামিন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৫
রবিবার, ৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নাশকতার একটি মামলায় বিএনপি নেতা ইশরাক ও ১২ মামলায় বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আগাম জামিন দিলেন হাইকোর্ট।

রোববার (৩ মার্চ) বিকেলে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।

আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাকি ১টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়। এ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসেন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন