• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

গোপালপুরে ভয়াবহ আগুনে নিঃস্ব ৬ পরিবার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১২০
সোমবার, ৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়ায় আগুন লেগে ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে ভস্মীভূত হবার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, রোববার (৩ মার্চ) সন্ধ্যায় আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, ৬টি পরিবার; বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, মো. নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু, সফিকুল ইসলামের ১টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হাসান বলেন, আগুন লাগার খবর শুনেই থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন