• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

সকালে বৃষ্টি, ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৫
সোমবার, ৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সোমবার ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল। পরে অবশ্য অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টি শুরু হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এসব এলাকার নদীবন্দরগুলোকেও ১ নম্বর সতর্কসংকেত দেখানোর কথা বলা হয়।

সোমবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। এটা বেলা একটা পর্যন্ত বলবৎ থাকবে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। আজ দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে।

গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আরও সংবাদ

জরুরি হটলাইন