• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, আশঙ্কায় নবজাতক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৭
সোমবার, ১৮ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় টাঙ্গাইলের মির্জাপুরে একটি ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যুর পর নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।

রোববার (১৭ মার্চ) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আল মোহনা হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহত প্রসূতির নাম রাশেদা আক্তার ওরফে মুক্তি (২৬)। তিনি উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের স্ত্রী।সোমবার প্রসূতির খালাতো ভাই আবির হোসেন জানান, প্রসব ব্যথা নিয়ে রোববার রাশেদাকে জামুর্কি আল মোহনা ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও এনেথসেথিয়া ছাড়াই ভুয়া চিকিৎসক, নার্স ও আয়া দিয়ে দুপুর একটার দিকে তাকে সিজার করা হয়। সিজারের পর রাশেদার প্রচুর রক্তক্ষরণ হয়। রাশেদা আক্তারের পুত্র সন্তান হলেও পরে তার জ্ঞান ফিরে আসেনি। রাত ৮টার দিকে তিনি মারা যান।

মায়ের মৃত্যুর পর নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে আবির অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়েছে।

এ ব্যাপারে নিহত রাশেদার স্বামী সাইফুল ইসলাম ও তার বাবা হাকিম মিয়া অভিযোগ করে বলেন- তাদের প্রতারণার ফাঁদে ফেলে ভালো চিকিৎসার নামে ক্লিনিকের ভুয়া চিকিৎসক, নার্স ও আয়া দিয়ে ভুল অপারেশন ও ভুল চিকিৎসায় রাশেদার মৃত্যু হয়েছে। আমরা ক্লিনিকের মালিককে অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।এ ব্যাপারে আল মোহনা ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম ও শামীম মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা বারবার কল কেটে দেন। ঘটনা জানতে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, গৃহবধূর পরিবার ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন