মোঃ মোমিন ইসলাম
প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়
রমাদান মাস মুসলিম জাতির জন্য এক বিশেষ নিয়ামক। এসময় প্রকৃতির সব ক্ষেত্রেই ছেয়ে যায় শান্তিতে। তারই এক রুপ পরিলক্ষিত হল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আতাউর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমান সহ দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কাহারুল ইসলাম সহ রাজশাহী ডিভিশনাল কমিউনিটি ও বৃহত্তর রাজশাহী সমিতির একাধিক শিক্ষক কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।
১৮ মার্চ সোমবার সন্ধা ৬ টার সময় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির দর্শন বিভাগে। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন তেলওয়াত
এবং দোয়া পরিচালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী। দোয়া শেষে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক সৌমিত্র শেখর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের মানসিকতা থেকে বেরিয়ে এসে পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রের প্রতি দক্ষ হয়ে উঠতে হবে। তাহলেই আমরা আমাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারব তাছাড়া শুধু সার্টিফিকেট অর্জন করে আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্যে সফল হতে পারব না। আমাদের পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে উঠতে হবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কিভাবে কর্মক্ষেত্রে শারীরিক এবং মানসিকভাবে দক্ষ করে গড়ে তোলা যায় সেভাবে তাদেরকে গড়ে তুলতে।
বিশেষ অতিথির বক্তৃতায় অধ্যাপক জিল্লুর রহমান (বাকৃবি) বলেন, এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং উচ্ছ্বাসি। আমরা রাজশাহিবাসী বাইরে কোথাও যখন একত্রিত হই তখন আমাদের মাঝে আনন্দ অনুভূতি জেগে ওঠ। আমরা রাজশাহীর মানুষের ন্যায়,নীতি সুনাম ধরে রাখার চেষ্টা করবো এবং আগামীতে আরও বড় ধরনের আয়োজন করার চেষ্টা করব এতে আমাদের পড়ালেখার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও জেগে উঠবে ।
অনুষ্ঠানে এসে নজরুল বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ফাবিয়া আক্তার বলেন, এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত পাশাপাশি আমি মুগ্ধ হয়েছি এখানের সকলের পারস্পারিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর এবং সুশৃংখলভাবে পরিচালনা হয়েছে এছাড়াও কৃষি অর্থনীতি বিভাগের কই বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, রাজশাহী ডিভিশনাল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এই রকম একটি সুশৃংখল এবং আনন্দদায়ক অনুষ্ঠানের উপহার দেওয়ার জন্য এবং আমি আশা করছি আমরা পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আগামীতে আমরা আরও বড় কিছু করতে পারবো।