• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

বেনাপোলে “নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ”- শীর্ষক পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭০
বুধবার, ২০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ‌ জমির হোসেন স্টাফ রিপোর্টার-যশোরের বেনাপোল শহরব্যাপি নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিতে এবং স্যানিটেশন বিষয়ক টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা অর্জণে বেনাপোল পৌরসভা তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যান্ত্রিক পদ্ধতিতে পয়ঃবর্জ্য বা মল ব্যবস্থাপণা সেবা “সবুজ সেবা” সম্পর্কে উৎসাহিত করণ এবং সেবা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার(১৯ মার্চ) স্থানীয় হোটেল ” সানরুফ” এ ” শহরব্যাপি নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করণ”-শীর্ষক এক মূল্যায়ণ এবং পরামর্শ সভা’র আয়োজন করা হয়।

মেয়র,মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা- নয়ন কুমার রাজবংশী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা-মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-ডা. জাহিদ হোসেন,মোঃ সাহিদুল ইসলাম শাহীন(সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল), বেনাপোল পৌরসভার সচিব-সাইফুল ইসলাম বিশ্বাস,প্রশাসনিক কর্মকর্তা- বি এম রনি,
প্যানেল মেয়র-কামরুন্নাহার আন্না,মজনুর রহমান মজনু,কাউন্সিল-শাহিনুর রহমান শাহীন,
,শহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ।

পরামর্শ সভায় সবুজ সেবার পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেনাপোল পৌরসভার স্যানিটেশন বিষয়ক পরিকল্পনা আহবান করা হয়। পৌরসভা কর্তৃক প্রচারণা,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্বুদ্ধ করণ পত্র প্রেরণ,স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে চিঠি প্রেরণ,ওয়ার্ড ভিত্তিক প্রচারণা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা গৃহিত হয়।

মেয়র,মহোদয় এই সেবাকে সবার মাঝে পরিচিত করে তুলতে এবং নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সবার সহযোগীতা প্রত্যাশা করেন। তিনি বলেন,বেনাপোল পৌরসভা “সবুজ সেবা”নামক যান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ ভেকুট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাংক/পিট খেকে মল অপসারণ করায় দুর্গন্ধ ছড়ায় না,মল পরিবেশের সঙ্গে মিশে দূষণ ঘটায় না অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি বা ভেকুট্যাগের মাধ্যমে মল অপসারণ এবং পরিবহণ পরিবেশের জন্য নিরাপদ এবং রোগ সংক্রমণের ঝুকি কমায়। বেনাপোল পৌরসভার এই সবুজ সেবা ব্রান্ডিং সারা দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য অনুকরনীয়।

উল্লেখ্য,এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন “ওয়াশ এসডিজি” প্রকল্পের আওতায় নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপণা নিশ্চিতে বেনাপোল পৌরসভার সক্ষমতা বৃদ্ধি সহ প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করছে। পরামর্শ সভায় ওয়াশ এসডিজি’র পক্ষ থেকে সিটি কো-অর্ডিনেটর সরদার লুৎফর কবীর এবং বিসিসি অফিসার নবনীতা সাহা সামগ্রিক পরামর্শ সভা পরিচালনা করেন। পৌরসভার পক্ষ থেকে মডারেটর হিসেবে ছিলেন বিসিসি ফোকাল মোঃ হাফিজুর রহমান।


আরও সংবাদ

জরুরি হটলাইন