• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

কক্সবাজারে কাদায় আগুন দিলেই জ্বলে উঠছে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭১
বুধবার, ২০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কক্সবাজারে লবণ মাঠের খাল এখন শুকিয়ে গেছে। খালে কাদামিশ্রিত পানি। আর ওই কাদায় আগুন দিলেই জ্বলে ওঠার ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে পেকুয়ার রাজাখালীতে লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় মাতবরপাড়া এলাকায় এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমিতে পানি বুদ্‌বুদের দৃশ্য দেখতে পান। কৌতূহলী হয়ে তিনি ওই স্থানে হালকা মাটি খনন করলে গ্যাসের গন্ধ অনুভব করায় সেখানে আগুন লাগালে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ধারণা করা হচ্ছে ওই জায়গায় গ্যাস রয়েছে

এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে পরিদর্শনে যাব।


আরও সংবাদ

জরুরি হটলাইন