• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

ভর্তুকির হারভেস্টারের ইঞ্জিনসহ যন্ত্রাংশ বিক্রি করলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৫
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বরগুনার আমতলীতে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টারের ইঞ্জিনসহ কিছু যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছেন এক যুবলীগ নেতা। এটি তিনি স্বীকারও করেছেন।ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশবিহীন ওই কম্বাইন্ড হারভেস্টারটি বর্তমানে পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী বাসস্ট্যান্ডের কাছে ফেলে রাখা হয়েছে। এর পাশেই অভিযুক্ত আমতলী সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী আবদুল হান্নানের বাড়ি।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের পয়লা মে আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমতলী উপজেলা কৃষি অফিস থেকে মাত্র ৯ লাখ টাকা চুক্তিতে মেশিনটি কেনেন। মেশিনটির প্রকৃত দাম প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু ৭০ শতাংশ ভর্তুকিতে মেশিনটি তিনি পান।

কেনার পর থেকে কম্বাইন্ড হারভেস্টারটি অভিযুক্ত যুবলীগ নেতা গাজী আবদুল হান্নানের তত্ত্বাবধানে পরিচালনা করা হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম।আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘হান্নান ও আমি একসঙ্গে আমতলী যুবলীগের রাজনীতি করতাম। আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকায় তাকে মেশিনটি পরিচালনা করতে দেই। এখন মেশিনটির কী অবস্থা তা হান্নানই ভালো বলতে পারবে।’এ বিষয়ে যুবলীগ নেতা গাজী আবদুল হান্নান হার্ভেস্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করার কথা স্বীকার করে কালবেলাকে বলেন, ‘আমি শুরুর দিকে নজরুল ইসলামের কাছ থেকে মেশিনটি ভাড়া নিয়ে ব্যবসা করেছি। কম্বাইন্ড হারভেস্টারটি উত্তরাঞ্চলে পাঠিয়ে ছিলাম। সেখানে বড় একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছি।’

 

আমতলী উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিন কোনোক্রমে বিক্রয় করা যাবে না। উপজেলার বাইরে নিয়ে ব্যবসা করতে হলে অফিসের অনুমতি নিতে হবে। যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে মেরামত করা যাবে; তবু বিক্রয় করা যাবে না।এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘ওই মেশিন সম্পর্কে এসিআই ও মেটাল কোম্পানির কাছ থেকে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরও সংবাদ

জরুরি হটলাইন