• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

যশোরের শার্শায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৫৮
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন
যশোরের শার্শায় ৪কেজি গাঁজাসহ ইস্রাফিল হোসেন (২৬) ও সুমন হোসেন (২৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে গাঁজাসহ তাদের‌কে গ্রেফতার করা হয়।

আসামী ইস্রাফিল হোসেন শার্শার একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ও সুমন হোসেন শার্শা থানাধীন শ্রীকোনা‌ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে শার্শার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে ইস্রাফিল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দুটি প্যাকেট হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন