• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

ফুলবাড়ী জুম্মারপাড় নামক রাস্তার মোড়ে পৃথক পৃথক সড়ক দূঘর্টনা- আহত ১

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৫৯
সোমবার, ২৫ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ও নাগেশ্বরীগামী পাকা রাস্তায় নন্দীরকুটি গ্রামস্থ জুম্মার পাড় নামক মোড়টি বর্তমানে সড়ক দূর্ঘটনার একটি অন্যতম স্থান হয়ে পড়েছে। প্রতিনিয়ত এখানে সড়ক দূর্ঘটনা ঘটছে। সোমবার (২৫ মার্চ) বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় ফুলবাড়ী বাজার গামী একটি মুড়িবাহী অটো ভ্যান গাড়ি ও নাগেশ্বরী গামি একটি অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুড়ি বোঝাই ভ্যানের আঘাতে দুমড়ে মুছরে যায় অটো রিক্সা। শারীরিকভাবে মারাত্মক আঘাত প্রাপ্ত হয় অটোরিক্সা চালক আব্দুল মালেক। পরে স্থানীয় জহনতা আব্দুল মালেককে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেন। কিছুক্ষন পর ফুলবাড়ি গামী একটি মাল বোঝাই কাভার ভ্যানের ধাক্কা খেয়ে একটি অটো রিক্সার সামনের ক্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। নাগেশ্বরী গামী অটোক্সাটি যাত্রী না থাকায়, কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার প্রত্যক্ষ স্থানীয় লোকজন জানায় জুম্মারপাড় মোড়টি খুব বিপদজনক। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। গাড়ী চালকরা একটু সচেতন হয় তাহলে এই ঘটনা থেকে বাঁচা সম্ভব। এছাড়াও জুম্মারপাড় মোড়টির এক দিক থেকে অন্য দিকের রাস্তা দেখা না যাওয়ায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে বলে এলাকার লোকজনের দাবী।


আরও সংবাদ

জরুরি হটলাইন