• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৫
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে। এ ঘটনায় ওই পরিবারের এক শিশু আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বসতঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে এ পাঁচজনের মৃত্যু হয়।নিহতরা হলেন- ফয়জুর রহমান (৪৩), তার স্ত্রী শিল্পি বেগম শিরি (৩৯), মেয়ে সামিয়া আক্তার (১৫ ), সাবিনা আক্তার (০৯) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭)।

এ ঘটনায় আহত শিশু সোনিয়া আক্তার (১২) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন