• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৩
সোমবার, ১ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কক্সবাজারের উখিয়ায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তুতুরবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. সাজ্জাদ রহমান উখিযার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত শিশুটি অসাবধানতার কারণে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয়রা জানান রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। ওই সময়ে দ্রুত গতির একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন