• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

দেড় কিমি দৌড়ে ছিনতাইকারী ধরলেন পুলিশ পরিদর্শক সবুজ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৯
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বেড়িবাঁধ ৩ রাস্তার মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার দৌড়ে ৩ সশস্ত্র ছিনতাইকে আটক করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান। এ সময় তার সঙ্গে আরও ছিলেন রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল হোসেন ও এএসআই শাহরিয়ার।

গতকাল রোববার (১৪ এপ্রিল) রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা।

তিনি জানান, পরে আটককৃতদের তথ্যমতে আরও ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ৬ জনকেই কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্না, মো. রিফাত, মো. হৃদয়, মো. জাহিদুল ইসলাম, মো. স্বপন ও মো. মহসিন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা পুলিশ গত ৩ মাসে ডাকাত-ছিনতাইকারী-তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার করেছে ৪০৫ জন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে ২৫৬ জন। এ সময়ে গাঁজা ১৭.২৮২ কেজি, ইয়াবা ১০৬২ পিস ও ৬.১৯২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শুধু রমজান মাসেই ডাকাত-ছিনতাইকারী-তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে ১৬২ জন। মাদক উদ্ধারের মধ্যে রয়েছে, গাঁজা- ২.৭০০ কেজি, ইয়াবা- ৩৬৩ পিস ও হেরোইন ১.৮২০ কেজি।

 

জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান  বলেন, পূর্বের যেকোনো সময়ের চেয়ে মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। আমাদের অফিসারদের সমন্বিত চেষ্টা এবং আন্তরিকতার ফলে এটা সম্ভব হয়েছে। আমরা যেকোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলি। অপরাধী যেই হোক কারো কোনো ছাড় নেই। মানুষের জান ও মালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।


আরও সংবাদ

জরুরি হটলাইন