• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৩
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওয়ার প্ল্যান্টের ভবন থেকে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শাসনগাঁও বিসিক শিল্পনগরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চীনা নাগরিক ঝাং জি বিন (৫৫)। তিনি টিবিইএ কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনের ২য় তলায় পাওয়ার প্ল্যান্টের কাজ করার সময় ভবন থেকে চীনা নাগরিক পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে ফোন কল করে একজন চীনা নাগরিকের মৃত্যুর সংবাদটি জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায় ফতুল্লার বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করছে টিবিইএ কোম্পানি লিমিটেড।

সকালে দ্বিতীয় তলার ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনের ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার ওপর দাঁড়িয়ে ঝাং জি বিন কাজ করছিলেন। এ সময় সেই কাঠটি ভেঙে ভবনের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন