• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

ফুলবাড়ীতে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুবৃত্তরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১১
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোর রাতের আধারে ইসারুল হক নামের এক মাছ চাষীর ৩৩ শতাংশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ মন মাছ নিধন করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুবৃত্তরা।

গত শনিবার (২০ এপ্রিল) ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নওদাবশ গ্রামের মৃত সহিদুল এর ছেলে ইসারুল এর পুকুরে। স্থানীয়সুত্রে জানা যায় যে, ইসারুল হক গত প্রায় ৮/৯ বছর ধরে তার বসতবাড়ীর পাশে পৈত্রিকসুত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ জমির একটি পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করে আসছে। চলতি মৌসুমে পুকুরে পানি কম থাকায় তিনি সেচ পাম্প ব্যবহার করে পুকুরে পানি দিয়ে মাছ চাষ করে আসছে। এরই মধ্যে পারিবারিক জমিজমার বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত শনিবার ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় সকলের অগোচরে কতিপয় ব্যক্তি তার পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে পুকুরে থাকা প্রায় ১৫ মন মাছ নিধন করে। সকাল বেলা এলাকার লোকজন পুকুরপাড়ে গিয়ে দেখতে পায় যে, অজ্ঞাতনামা বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা মাছ কিছু মারা গেছে এবং কিছু মাছ পানিতে ভেষে বেড়াচ্ছে। তারপর এলাকার লোকজনের সহায়তায় প্রায় ১৫ মন মাছ জাল দিয়ে তুলে ফেলা হয়।

এ বিষয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে, পারিবারিক কলোহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। পুকুরের মাছ গুলো দীর্ঘদিন হতে পুকুরে চাষ করে আসছিল ইসারুল। বিষ প্রয়োগ করায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে এলাকার লোকজন জানায়। অন্যদিকে ইসারুল জানায় যে, তার নিকটতম আত্নীয় স্বজনদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে তার ক্ষতি করার লক্ষে এই কাজ করেছে দুর্বত্তরা। এই বিষয়ে ইসারুল ফুলবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন বলেও তিনি জানান ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ সাংবাদিকদের জানায় যে, ঘটনার পর ইসারুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন