• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

নাটোরে ইস্তিস্কার নামাজ আদায়

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৪
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দাবদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাটোরের নলডাঙ্গায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় নলডাঙ্গা পৌরসভার সোনাপাতিল মহিলা কলেজ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় করেন নলডাঙ্গাবাসী। নামাজের ইমামতি করেন মো. আমিরুল ইসলাম।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ডা. ফজলুর রহমান।

মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

 

 


আরও সংবাদ

জরুরি হটলাইন