• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৬
সোমবার, ৬ মে, ২০২৪
ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর মোহাম্মদপুরে ঝোড়ো বাতাসে বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত সাতজন।

রোববার (৫ মে) রাত ১০টার পর রাজধানীতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। সাড়ে ১০টার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে শিলাবৃষ্টিও পড়তে থাকে। প্রায় এক ঘণ্টা পর ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত থামে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঝোড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশকিছু এলাকায়ও।

আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), লিমা (৩০) ও ফারুক (৪৫)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের একটি দেয়াল ঝোড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা মারা যান। আর আহত হন আরও সাতজন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসে বেশকিছু গাছ ভেঙে পড়ে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আর এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন