• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

উখিয়া শিবিরে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গা খুন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৭
সোমবার, ৬ মে, ২০২৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গা যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা জাফর আহমদ (৪২) উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, সন্ধ্যায় উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় যান জাফর আহম্মদ। অস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় আরসা সদস্যরা। পরে পার্শ্ববতী ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কাঁটাতারের বাইরে নিয়ে তারা প্রথমে জাফরকে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।

এর আগে, রোববার সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে নুর কামাল (২৯) নামের এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।


আরও সংবাদ

জরুরি হটলাইন