• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

ঢাকায় দেড় ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
শনিবার, ১১ মে, ২০২৪
ঢাকায় দেড় ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীরা।

শনিবার (১১ মে) সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হয়, চলে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত। এ সময়ে মোট ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজধানীতে সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে আজ ঢাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিলো- চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন