মোঃ জমির হোসেন – যশোরের বেনাপোল পৌর শাখার উদ্যোগে বেনাপোলে “”বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ”র ত্রি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা, বাঙালী জাতির ঐক্য ও সংহতি রক্ষা, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বস্তরের জনগণের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা বিধান, মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের স্বীকৃতি, সকল মানুষের স্বাভাবিক জীবন বিকাশের পরিপূর্ণ সুযোগ সৃষ্টি, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, বৈষম্য-বঞ্চনা-সাম্প্রদায়িকতার অবসান, আদিবাসী জনগোষ্ঠীসহ অনগ্রসর জনগনের উপর শোষণ-নির্যাতন-বৈষম্যের অবসান, সামাজিক স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন এবং সকল সম্প্রদায়ের মানুষের সমমর্যাদার ভিত্তিতে সার্বিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলায় এই সংগঠনটির মূল কাজ।
শনিবার(১১ মে) বেলা ১২টার দিকে বেনাপোল পৌর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী “পৌর বিয়ে বাড়ী” এই অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেয়র,মোঃ নাসির উদ্দিন,বেনাপোল পৌরসভা।
ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতীয় এবং ঐক্য পরিষদের পতাকা উত্তোলণের মধ্য দিয়ে সংগঠনটি’র ত্রি-বার্ষিক সন্মেলন এবং কাউন্সিল অধিবেশন উদ্বোধণ করেন মেয়র। অধিবেশন শুরুর প্রাক্কালে মেয়র,মহাদ্বয়কে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-শ্রী সন্তোষ দত্ত(সভাপতি,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ,যশোর জেলা শাখা)।
উদ্বোধকে ছিলেন-শ্রী তপন কুমার ঘোষাল(সাধারণ সম্পাদক,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ,যশোর জেলা শাখা)।
বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ,যশোর জেলা শাখা’র সহ-সভাপতি-শ্রী অসিম কুমার মন্ডল,সহ-সভাপতি-শ্রী বিপ্লব বড়ুয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক-শ্রী বিকাশ আইচ,সাংগঠনিক সম্পাদক-শ্রী তিমির ঘোষ জয়। শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক-শ্রী উত্তম রায়,সাংগঠনিক সম্পাদক-শ্রী বাবু লাল বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শ্রী জয়দেব কুমার সিংহ।
কাউন্সিল অধিবেশনে আগামী ৩ বছরের জন্য সংগঠনটি পরিচালনার জন্য ০৬ জন উপদেষ্টা এবং ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি’র নাম ঘোষণা করা হয়।
০৬ উপদেষ্টাদের মধ্যে রয়েছেনঃ-
১। শ্রী অনুপ কুমার হালদার।
২। শ্রী হেমন্ত কুমার বিশ্বাস।
৩। শ্রী তাপস কুমার দে।
৪। শ্রী প্রদীপ মন্ডল।
৫। শ্রী মহাদেব কুমার দে।
৬। শ্রী অরুণ বিশ্বাস।
কার্যনির্বাহী কমিটিঃ-
সভাপতিঃ-শ্রী মিলন কুমার সিংহ এবং সাধারণ সম্পাদক-শ্রী নয়ন চন্দ্র হালদার সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি।