• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

চীন সফরে গেলেন তিন দলের ৯ বাম নেতা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৫
সোমবার, ১৩ মে, ২০২৪
চীন সফরে গিয়েছেন তিন রাজনৈতিক দলের নয়জন বাম নেতা।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চীন সফরে গেলেন তিন রাজনৈতিক দলের নয়জন বাম নেতা। সোমবার (১৩ মে) দুপুরে চায়না ইস্টার্নের একটি বিমানে চীনের কুংমিংয়ের উদ্দেশ্যে রওনা হন তারা।

প্রতিনিধি দলে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সম্পাদক দীলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকারী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী লুৎফুন্নেছা খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাম্যবাদী দলের অধ্যাপিক তৃপ্তি বড়ুয়া ও মোশায়হিদ।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন হযরত শাহাজালাল বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। এ সময় জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

জাসদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে, সফরকালে বাম নেতৃবৃন্দ কুংমিংয়ে ইউনান একাডেমি অব এ্যাগরিকালচার সাইন্স একাডেমি, কেপিসি ফার্মাসিটিউক্যালস পরিদর্শন করবেন।

নেতৃবৃন্দ, রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টি কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ অন্যান্যদের সঙ্গে পরিবর্তিত বিশ্বপরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিবেন। আগামী ১৮ মে দেশে ফিরবেন এই বাম নেতারা।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন