• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

নিজস্ব গেম স্টোর চালু করছে মাইক্রোসফট

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮০
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
নিজস্ব গেম স্টোর চালু করছে মাইক্রোসফট
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গেমারদের জন্য সুখবর। দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে ‘মোবাইল গেম স্টোর’ নামে নিজস্ব গেম স্টোর চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে গেম স্টোরটি চালু করা হবে। সম্প্রতি ব্লুমবার্গ টেকনোলজি সামিটে এ ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের এক্সবক্স বিভাগের প্রেসিডেন্ট সারাহ বন্ড জানিয়েছেন, মোবাইল গেম স্টোর চালুর সময় প্রাথমিকভাবে এক্সবক্সের মাইনক্রাফট ও ক্যান্ডিক্রাশের মতো গেম পাওয়া যাবে। মোবাইল গেম স্টোরটিতে অন্য প্রতিষ্ঠানের গেমও পাওয়া যাবে। সব দেশ থেকে ব্যবহারের উপযোগী গেম স্টোরটির পরিধি ধীরে ধীরে বড় পরিসরে চালু করা হবে।

মোবাইল গেম স্টোরটি অ্যাপের বদলে ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করা হবে। ফলে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে মাইক্রোসফটের গেম স্টোরটি। অ্যাপ স্টোর ও প্লে স্টোরে গেম বিক্রির ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে আয়ের ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকে অ্যাপল ও গুগল। বাজার বিশ্লেষকদের ধারণা, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজেদের গেম স্টোরে কমিশনের পরিমাণ কম রাখতে পারে মাইক্রোসফট।

মোবাইল গেম স্টোর আনার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে মাইক্রোসফট। ২০২২ সালে অ্যাকটিভেশন ব্লিজার্ড অধিগ্রহণ করার পর মোবাইল গেম স্টোর চালুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ


আরও সংবাদ

জরুরি হটলাইন