• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

হুট করে কেউ দেখলে চিনতেই পারবে না আমাকে: আফরান নিশো

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬০
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
হুট করে কেউ দেখলে চিনতেই পারবে না আমাকে: আফরান নিশো
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত এই ছবি সুপারহিট হয়। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলোচিত হয় ছবিটি। এরপর নিশো সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দেন। এরপরই গুঞ্জন ওঠে, একই পরিচালকের পরপর আরও দুটি ছবিতে দেখা যাবে নিশোকে। একটি টিমএম ফিল্মসের, আরেকটি লাইভ টেকনোলজিসের। কিন্তু শেষ পর্যন্ত সে কাজ দুটি আর এগোয়নি। প্রায় এক বছরের বেশি সময় পার হয়ে গেছে, আর নতুন কোনো ছবিতে কাজও করেননি এই অভিনেতা।
হঠাৎ করেই খবর এল, ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর করেছেন আলোচিত এ অভিনেতা। শিগগির পর্যায়ক্রমে ছবি দুটির শুটিং শুরু হওয়ার কথা। তবে ছবির নাম, সহশিল্পী ও পরিচালকের নাম এখনই প্রকাশ করতে চায়নি প্রযোজনা প্রতিষ্ঠান দুটি।

দুটি ছবিতে চুক্তির সত্যতা স্বীকার করে নিশো বলেন, ‘দুটি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, কাজ হবে। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। তাড়াতাড়িই শুটিং শুরুর কথা আছে। ছবির নাম, পরিচালকসহ ছবির অন্যান্য বিষয় এখনই বলতে চাচ্ছি না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিত জানাবে।’

আফরান নিশো
আফরান নিশো

জানা গেছে, প্রথম যে ছবির শুটিং শুরু হবে, অ্যাকশন ঘরানার গল্পের ছবি হবে এটি। এরই মধ্যে শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন নিশো।
এ ব্যাপারে নিশো বলেন, ‘অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। এক সপ্তাহ ধরে নতুন ছবির চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। নিজেকে অনেক ভাঙতে হচ্ছে। প্রস্তুতি ঠিকঠাকমতো নিতে পারলে, শুটিংয়ের আগে হুট করে কেউ দেখলে চিনতেই পারবে না আমাকে। সিনেমায় এক অন্য নিশোকে পাবেন দর্শক, এটি আমি নিশ্চিত করে বলতে পারি।’

‘সুড়ঙ্গ’ মুক্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন সিনেমার কোনো খবর না পেয়ে নিশোর ভক্ত–দর্শকেরা অনেকটাই নিরাশ হয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যে সেই চিত্রই দেখা গেছে এত দিন।

আফরান নিশো
আফরান নিশো

এ ব্যাপারে এই অভিনেতা বলেন, ‘প্রথম ছবি সফল হয়েছে। সেই বিষয় মাথায় নিয়েই আমার পরবর্তী ছবির কাজ করতে হবে। কেউ এসে বললেন, চলো নিশো সিনেমা শুরু করি—এভাবে তো আর কাজ হয় না। সুতরাং আমাকে পরের কাজ শুরু করতে ভাবতে হয়েছে, সময় নিতে হয়েছে। অন্তত প্রথম পরপর তিন-চারটি সিনেমা দর্শককে আশাহত করা যাবে না। এ কারণে সময় নিয়েই সে ধরনের দুটি কাজ হাতে নিয়েছি।’

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোভিডিও থেকে

কবে নাগাদ ছবি দুটির শুটিং শুরু হতে পারে, জানতে চাইলে নিশো বলেন, ‘ছবির গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। প্রথম যে ছবির কাজ শুরু হবে, ওই ছবির পরিচালক অন্য একটি কাজে ব্যস্ত আছেন। তাড়াতাড়িই ব্যস্ততা শেষ হবে তাঁর। এরপরই আমাদের ছবির কাজ শুরু হবে। তা–ও মাস দুয়েক লাগতে পারে। তা ছাড়া ছবিতে আমার চরিত্রের জন্য শারীরিক প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য একটু সময়ও লাগবে।’


আরও সংবাদ

জরুরি হটলাইন