• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

১০ বছরে একটিও হিট নেই, কে এই নায়ক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
১০ বছরে একটিও হিট নেই, কে এই নায়ক
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শুরুটা হয়েছিল দারুণ, প্রথম সিনেমাই হিট। এরপর কাজ করেছেন হিন্দি সিনেমার প্রথম সারির নির্মাতাদের সঙ্গে। কিন্তু সেভাবে সাফল্য পাননি। কে এই অভিনেতা, জেনে নেওয়া যাক নিউজ ১৮ অবলম্বনে।

তারকা পরিবারের সন্তান তিনি। বড় হয়েছেন বলিউডের আবহে। শুরুতে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

২০০৩ সালে ‘কাল হো না হো’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর একই ভূমিকায় দেখা যায় আরও কয়েকটি হিন্দি সিনেমায়। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ সিনেমার সহযোগী প্রযোজক ছিলেন তিনি।

 ‘ইশকজাদে’ সিনেমায় অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া। আইএমডিবি
‘ইশকজাদে’ সিনেমায় অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া।

২০১২ সালে শুরু হয় অভিনয় ক্যারিয়ার। তিনি আর কেউ নন, অর্জুন কাপুর। প্রথম সিনেমা ‘ইশকজাদে’ বক্স অফিসে ঝড় তোলে, সমালোচকদেরও প্রশংসা পায়। এরপর ‘আওরঙ্গজেব’, ‘গুন্ডে’, ‘তেবার’, ‘কি অ্যান্ড কা’, ‘নমস্তে ইংল্যান্ড’, ‘পানিপথ’ ইত্যাদি সিনেমায় কাজ করলেও আর সাফল্যের দেখা পাননি।

যদিও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘সন্দীপ অউর পিংকি ফারার’ সিনেমায় তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

অর্জুন কাপুর
অর্জুন কাপুরইনস্টাগ্রাম

কিন্তু ছবিটি ওটিটিতে মুক্তির পর প্রশংসা কুড়ালেও বক্স অফিসে ফ্লপ হয়। গত এক দশকের হিসাব করলে একটিও বলার মতো হিট ছবি নেই অর্জুন কাপুরের।

হিট না থাকলেও অবশ্য একের পর এক সিনেমায় দেখা যায় অর্জুনকে। এ ছাড়া আলোচনায় থাকেন মালাইকা অরোরার সঙ্গে প্রেম নিয়ে।

চলতি বছর অর্জুন কাপুরকে দেখা যাবে ‘মেরি পত্মী কা’, ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়।


আরও সংবাদ

জরুরি হটলাইন