• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের সুদ আয় বেড়েছে ৪০ শতাংশ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা ব্যাংকের সুদ আয় বেড়েছে ৪০ শতাংশ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গত জুলাইয়ে ব্যাংকঋণের বেঁধে দেওয়া হার তুলে নেওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে সুদহার। আর তাতে ব্যাংকগুলোর আয়ও যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেসরকারি ঢাকা ব্যাংকের ঋণের সুদ আয় চলতি বছরের প্রথম ৩ মাসে ১৮০ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ব্যাংকটি গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৬৩৩ কোটি টাকা সুদ আয় করেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৫৩ কোটি টাকা।

সুদ আয়ের পাশাপাশি ব্যাংকটির বিনিয়োগ, বিভিন্ন ধরনের সেবা মাশুল থেকে আয়ও বেড়েছে। মূলত সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ করে ব্যাংকগুলো এখন ভালো আয় করছে। এ কারণে বেশির ভাগ ব্যাংক বিনিয়োগ থেকে ভালো মুনাফা করছে। ঢাকা ব্যাংকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ থেকে ১৩২ কোটি টাকা সুদ বাবদ আয় করেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০৬ কোটি টাকা।

সুদ, বিনিয়োগ ও বিভিন্ন ধরনের সেবা মাশুল থেকে আয় বৃদ্ধির ফলে ব্যাংকটির মুনাফাও সাড়ে ১৬ কোটি টাকা বা সাড়ে ২৭ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ঢাকা ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৭৬ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬০ কোটি টাকা।

ঢাকা ব্যাংক গতকাল বুধবার চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ব্যাংকটি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আয় ও মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঋণের সুদ বাবদ ঢাকা ব্যাংকের আয় যে হারে বেড়েছে, আমানতের সুদ বাবদ ব্যয় সে হারে বাড়েনি। কারণ, ব্যাংকগুলো ঋণের সুদ দ্রুত বাড়ালেও আমানতের সুদহার সেই তুলনায় বাড়িয়েছে কম। চলতি বছরের প্রথম ৩ মাসে ব্যাংকটি আমানতের সুদ বাবদ পরিশোধ করেছে ৪৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪৩ কোটি টাকা। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে ব্যাংকটির আমানতের সুদ বাবদ খরচ বেড়েছে ১০৬ কোটি টাকা বা ৩১ শতাংশ। তার বিপরীতে ঋণের সুদ বাবদ আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ হারে।

সুদ, মাশুল ও বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির করের পরিমাণও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এ কারণে যে হারে আয় বেড়েছে, শেষ পর্যন্ত সেই হারে মুনাফা বাড়েনি। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৩ মাসে ঢাকা ব্যাংক কর বাবদ পরিশোধ করেছে ৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪২ কোটি টাকা।


আরও সংবাদ

জরুরি হটলাইন