পিরোজপুরের নাজিরপুরে দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে পরিতোষ রায় নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) দুপুর ১২টায় উপজেলার পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রুহিতলা বুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ রায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগ কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলতে ভ্যানে করে নাজিরপুরে যাচ্ছিলেন পরিতোষ রায়। এ সময় রুহিতলা বুনিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে পরিতোষ সড়কে ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী বলেন, পরিতোষ রায় যুবলীগ কর্মী ছিলেন। বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিপন পাল বলেন, পরিতোষ রায়কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর ওসি মো. শাহ আলম হাওলাদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিতোষ রায়কে চাপা দেওয়া বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।