• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

লোকসভা নির্বাচনে কোন দলের নারী প্রার্থী কত?

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৬
শনিবার, ১৮ মে, ২০২৪
লোকসভা নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ভারতের লোকসভা নির্বাচন চলছে। এ নির্বাচনে পঞ্চম দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। যেখানে রয়েছেন নারী প্রার্থীরাও।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, এ দফায় বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উড়িশ্যা এবং কেন্দ্রশাসিত লাদাখ ও জম্মু কাশ্মীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯৫ জন প্রার্থী।

অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এপডিআর) তথ্যমতে, পঞ্চম দফার প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ তিন দশমিক ৫৬ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে ধনী হলেন- ঝাঁসির প্রার্থী অনুরাগ শর্মা। বিজেপির এ প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ২১২ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দফায় ৩৩ শতাংশ প্রার্থীই কোটিপতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৫১ আসনে ভোট হয়েছিল। ওই সময় বিজেপির প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ছিল ছয় দশমিক ৯১ কোটি টাকা। এবার দলটির প্রার্থীদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রার্থীদের পরিমাণ ২১ দশমিক ৯ কোটি টাকা।

পঞ্চম দফার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী প্রার্থীদের সংখ্যা কমেছে। এ দফায় তৃণমূলের সাতজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে তিনজন রয়েছেন নারী প্রার্থী। এছাড়া বিএসপির ৪৬ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। বিজেপির ৪০ প্রার্থীর মধ্যে নারী রয়েছেন আটজন। কংগ্রেসের ১৮ প্রার্থীর মধ্যে দুজন এবং সমাজবাদী পার্টির ১০ জনের মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন