• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
বুধবার, ২২ মে, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান,(কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার পশ্চিম পাড়ায় ডিস লাইনের সংযোগ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রাজু আহমেদ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এলাকাবাসি জানায় নিহত যুবক রাজু আহমেদ ফুলবাড়ী সদরের কদমের তল চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে।
ফুলবাড়ী উপজেলা ডিস ও ওয়াইফাই ব্যবসায়ী নুর আলম সরকারের লাইন অপারেটর হিসেবে কাজ করে আসছিল রাজু আহমেদ। প্রতিদিনের মতো মঙ্গলবার (২১ মে) সে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ঐদিন দুপুরে ফুলবাড়ী উপজেলা সদরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার পশ্চিম পাড়ায় ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিস লাইনের কাজ করার সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে মাথা লাগলে রাজু আহমেদ বৈদ্যুতিক তারে আটকে যায়।
পরবর্তীতে এলাকাবাসী তাকে ঝুলন্ত অবস্থায় বৈদ্যুতিক তার থেকে নিচে নামায় এরই মধ্যে তার মৃত্যু ঘটে। বৈদ্যুতিক তারের খুঁটিতে করে ডিস লাইনের তারের সংযোগের কারনে এখানে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।


আরও সংবাদ

জরুরি হটলাইন