শোক বইয়ে স্বাক্ষর করেছেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ও অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বইয়ে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের একাংশের নেতারা।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের (একাংশ) আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব ফারুক হাসান ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।
একইসঙ্গে ইরানি রাষ্ট্রদূতের কাছে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এসময় নেতারা বলেন ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হলো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা তদন্ত সাপেক্ষে বের করারও আহবান বিশ্ব নেতাদের প্রতি।