• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিঃমিঃ যানজট

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
রবিবার, ২৬ মে, ২০২৪
যানজট
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কে যানজট দেখা দিয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এই যানজটের শুরু। ঘণ্টাখানেকের মধ্যে পুরো ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক সড়কেও। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। মহাসড়কের সম্প্রসারণকাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ৫ বছর ধরে ধীরগতিতে যানবাহন চলাচল করে আসছে। মাঝেমধ্যে যানবাহনের চাপ বেড়ে গেলে যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত দুইটার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাককে পেছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। সেখান থেকে যানজটের শুরু। সকাল ছয়টার দিকে পুলিশ মহাসড়ক থেকে ট্রাকটি অপসারণ করে। ততক্ষণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট হয়ে যায়। সকাল ছয়টার পর থেমে থেমে যান চলাচল শুরু হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন সকালে বলেন, পেছনের ট্রাকটি জব্দ করা হয়েছে। আর সামনের ট্রাকটি নিয়ে চালক পালিয়েছেন। মহাসড়কে যানবাহনের চাপ এখনো বেশি। এখন পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতেই চলছে। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন