• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

বিধ্বস্ত ৩ হাজার ঘরবাড়ি, মৃত্যু ৩

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯০
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বরিশালে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্রায় ৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার (২৮ মে) বরিশাল জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, বরিশাল জেলায় ২৫৫টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ২ হাজার ৬৮৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নগরীতে গাছচাপা ও দেয়ালধসে ২ জন এবং মেহেন্দীগঞ্জে সাপের কামড়ে ১ শিশুর মৃত্যু হয়। মৃত প্রত্যেকের পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্রে ২৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে নগরীসহ জেলার অধিকাংশ জায়গা ঝড় পরবর্তী জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগব্যবস্থা এবং ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্যসম্পদের।

রোববার (২৬ মে) বিকেল থেকে জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্টরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমাল আমাদের অপূরণীয় ক্ষতিসাধন করেছে। তবে বরিশালের মানুষ সংগ্রামী জীবনযাপনে অভ্যস্ত। তারা আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে। সরকার তাদের পাশে আছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন