• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

আ.লীগ নেতার উদ্দেশে ছোঁড়া গুলি কলেজছাত্রের পায়ে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৯
শনিবার, ১ জুন, ২০২৪
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কলেজছাত্র আল আমিন। ছবি : প্রতিদিন খবর।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলি আল আমিন নামে এক কলেজছাত্রের পায়ে বিদ্ধ হয়েছে।

শুক্রবার (৩১ মে) গভীর রাতে বেলকুচি উপজেলার চক মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কলেজছাত্র ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বালু ব্যবসায়ী শওকত আলীকে অনুসরণ করছিল ৩-৪ জন ব্যক্তি। শওকত আলী বিষয়টা টের পেয়ে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন কে আপনারা কী চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়

তাদের ছোঁড়া গুলি ছুটে গিয়ে পাশেই শাহাদাত মিস্ত্রির দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।

ঘটনার সময় আল আমিনের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকায় আমরা শাহাদাত মিস্ত্রির দোকানে বসেছিলাম। এ সময় শওকত আলী আঙ্কেল চিৎকার করে বলেন, কে তোমরা কী চাও বলতে বলতে দোকানের সাটার বন্ধ করে শাহাদাত আঙ্কেলকে ডাকতে থাকেন। এ সময় দুর্বৃত্তরা শওকত আঙ্কেলকে লক্ষ্য করে গুলি চালায়। শওকত আঙ্কেল পাশ কাটলে গুলি এসে আল আমিনের পায়ে বিদ্ধ হয়।’


আরও সংবাদ

জরুরি হটলাইন