• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

হারকে সঙ্গী করে বিশ্বকাপে শান্তরা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৯
রবিবার, ২ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাত পোহালেই শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ ছিল আজ। আসরের অন্যতম ফেভারিট ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফলাফল যা হওয়ার অনুমিতই ছিল, রোহিত শর্মার দলের কাছে রীতিমতো অসহায় আত্মসমপর্ণ করেছে টিম টাইগার্স। ফলে হার দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি সারল নাজমুল হোসেন শান্তর দল। ৬০ রানের পরাজয়ে অবশ্য ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্ততি ম্যাচ হিসেবে বাংলাদেশ দলের কাছে আশা ছিল অনেক। তবে সেই আশার কিঞ্চিৎও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ভারতকে হারাতে ১৮৩ রান করতে হত সেখানে অনেক কষ্টে ১২০ রান করতে পেরেছে বাংলাদেশ। ভারতের দেওয়া বড় এই টার্গেটে যেখানে ভালো শুরুর দরকার ছিল সেখানে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার। আবারও ব্যর্থ হয়েছেন লিটন দাস। ৭ রান শেষেই নেই দুই উইকেট। আর ৪১ রান পার হতেই বাংলাদেশের পাঁচ ব্যাটার প্যাভিলিয়নে। তখন বাংলাদেশের লক্ষ্য শুধু সম্মানজনক হার।

পাঁচ উইকেট হারানো বাংলাদেশ অবশ্য তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল। তবে অভিজ্ঞ রিয়াদ আর সাকিবের ব্যাটে বল যেন লাগছিলই না।শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরেছে ৬০ রানে।

আর এদিকে বাংলাদেশকে উড়িয়ে ভালোভাবেই বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করল রোহিত শর্মার দল। নিউইয়র্কে ন্যাসাউ কাউন্টিতে আগে ব্যাট করে রিশাব পান্ট আর হার্দিক পান্ডিয়ার দাপটে ভারত পায় ১৮২ রানের বড় সংগ্রহ। জবাব দিতে নেমে ১২১ রানের বেশি করতে পারেনি টাইগার ব্যাটাররা।

এখন বাংলাদেশের অপেক্ষা বিশ্বকাপের প্রথম ম্যাচের। টেক্সাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তরা।


আরও সংবাদ

জরুরি হটলাইন