• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

মেসির অভিনন্দন নেইমারকে..’রোনালদোকে হারানোয়..

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৩
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
রোনালদোকে হারানোয় বন্ধু নেইমারকে অভিনন্দন জানিয়েছেন মেসি। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ফুটবলে সেরা বন্ধুত্বের একটি ধরা হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যকার বন্ধুত্ব। দুজনে যখন একসাথে বার্সার মাঠ মাতিয়েছেন তখন থেকে তাদের বন্ধুত্বের শুরু এরপর ক্লাব পাল্টালেও দুজনের বন্ধুত্বে ভাঁটা পড়েনি। তাইতো এখনো হাজার হাজার মাইল দূরে থাকার পরেও একজন আরেকজনের সফলতায় অভিনন্দন জানাতে ভুলেন না।

সম্প্রতি নেইমার জুনিয়রের দল আল হিলাল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়ে সৌদি কিংস কাপ জয় করেছে। যদিও চোটে আক্রান্ত নেইমার ম্যাচটিতে ছিলেন না, তবুও নেইমার সাইডলাইন থেকে দলের পেনাল্টি শুটআউটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই জয়েই লিওনেল মেসি তার বন্ধুকে জানিয়েছেন অভিনন্দন।

সাম্প্রতিক সময়ে সৌদি এক টিভি শোতে দেওয়া সাক্ষাৎকারে নেইমার তার আর মেসির বন্ধুত্বের গভীরতা প্রকাশ করেন। ব্রাজিলিয়ান এই তারকা সাক্ষাৎকারে বলেন, “আমরা দূরে আছি ঠিকই কিন্তু আমরা প্রতিদিনিই কথা বলি, আমরা অনেক কথা বলি। গতকাল (২ জুন) তিনি আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। আমরা একে অপরের জন্য খুশি। শিরোপা জিতলে মেসি আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন।”

মেসির প্রশংসা করে তিনি আরও বলেন, “মেসি একজন মহান ব্যক্তি, আমার এবং অনেকের জন্য আদর্শ। আইডল হওয়ার পাশাপাশি তিনি আমার একজন ভালো বন্ধুও।”

নেইমারের ক্লাব আল হিলাল রোনালদোর দল আল নাসরের সঙ্গে ফাইনালে ১-১ ড্র করে। পরে অবশ্য পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে রোনালদো এবং আল নাসরের হৃদয় ভাঙে। আল হিলাল শুধু আল নাসরের কাছ থেকে কিংস কাপই জিতেনি, সৌদি প্রো লিগের শিরোপাও রোনালদোর দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

এদিকে ম্যাচ শেষে রোনালদো হতাশার সাথে মাঠ থেকে বেরিয়ে আসার সময় আল হিলাল ভক্তরা মেসির নামে চিৎকার করতে শুরু করলে নেইমার এই মুহূর্তটি স্ট্যান্ড থেকে হাসতে হাসতে রেকর্ড করেন। এই ঘটনার একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় নেইমার এবং তার বন্ধুরাও চিৎকারে যোগ দিচ্ছেন, যা নিশ্চয়ই রোনালদো ভক্তদের মনে জ্বালা ধরাবে।

ম্যাচের পরে, নেইমার তার সতীর্থদের সাথে উদযাপনে যোগ দেন এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করা মেসির আইকনিক সেলিব্রেশনটি করেন।

মাঠে অনুপস্থিত থাকার পরেও, নেইমারের সমর্থন এবং মেসির অভিনন্দন বার্তা এই দুই ফুটবল কিংবদন্তির মধ্যে শক্তিশালী বন্ধনকে আরো দৃঢ় করেছে। ফুটবলের জগতে এরকম বন্ধুত্ব আসলেও দেখা যায় না।


আরও সংবাদ

জরুরি হটলাইন