• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

বেশি মানুষের মাঝে অস্বস্তি হয়, সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছেন না তো?

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৯
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
সামাজিক উদ্যোগ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

একটু খেয়াল করলেই দেখা যাবে চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা বেশি মানুষের মধ্যে অস্বস্তিবোধ করেন। তারা খুব বেশি ভিড় পছন্দ করেন না, এমনকি বাড়িতে অতিথি বেশিক্ষণ থাকলেও বিরক্তবোধ করেন।

এসবের পেছনে কিন্তু থাকতে পারে কঠিন এক রোগের ইঙ্গিত। আর তা হলো সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া। কেন এই ফোবিয়া হয়, কী কী লক্ষণ দেখা যায়। কীভাবে এই ফোবিয়া কাটিয়ে ওঠা সম্ভব? চলুন জেনে নেওয়া যাক-

সোশ্যাল ফোবিয়ার লক্ষণ

> কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে বলে ভয় পাওয়া।
>> অপমানিত হওয়ার ভয় পাওয়া।
>> সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে, এই ভয়ে নানা কাজ না করা।
>> উদ্বিগ্ন থাকা।
>> উদ্বেগ থেকে ঘাম হওয়া বা গলা শুকিয়ে যাওয়া।
>> ওই পরিস্থিতিতে থাকতে বিরক্তি বোধ করা। সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাওয়া।
>> মানুষের সঙ্গে কথা যতটা কম বলা যায় তার চেষ্টা করা। কথা না বলে এড়িয়ে যাওয়া।
>> নেগেটিভ কী হতে পারে তা নিয়ে ভাবনা ইত্যাদি।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন