• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

১০ মিনিটের চার্জে ১০০ ঘণ্টা চলবে নেকব্যান্ড

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬২
বুধবার, ৫ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বর্তমানে জনপ্রিয় যে কয়েকটি গ্যাজেট ব্র্যান্ড আছে তার মধ্যে ফায়ার-বোল্ট অন্যতম। বিশেষ করে স্মার্টওয়াচ ও ইয়ারফোনের জন্য। এবার নতুন একটি নেকব্যান্ড নিয়ে এলো সংস্থাটি। নাম ফায়ার ব্যান্ড নোভা। নেকব্যান্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি দৌড়ানো বা ওয়ার্কআউটের সময় কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। এছাড়া থাকছে আরও নতুন নতুন ফিচার। যা নেকব্যান্ডটি ব্যবহার আরও মজার করবে।

ফায়ার-বোল্ট ফায়ার ব্যান্ড নোভাতে, এটির ১৪.২ মিমি ড্রাইভার রয়েছে। এতে ম্যাগনেটিক ইয়ারবাড রয়েছে। কলগুলোতে আরও ভালো মানের জন্য এটিতে একটি পরিবেশগত শব্দ বাতিল করার বৈশিষ্ট্য রয়েছে। নেকব্যান্ডটিতে ভয়েস অ্যাসিস্টেন্ট, মাল্টি-পয়েন্ট কানেকটিভিটি এবং ভলিউম, মিউজিক, কল ইত্যাদি কন্ট্রোল ফিচার রয়েছে।

এটি ডুয়াল পেয়ারিং ফিচার ব্যবহার করা হয়েছে, যাতে এটি একই সঙ্গে দুটি ডিভাইসে পেয়ার করা যায়। কানেকশনের জন্য এতে ব্লুটুথ ৫.৩ ব্যবহার করে। এতে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

সংস্থার দাবি, একবার চার্জে ফায়ার ব্যান্ড নোভা নেকব্যান্ডটি ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০০ মিনিট প্লেব্যাক সময় দিতে পারে। তবে তা নির্ভর করবে ব্যবহারের উপর। এতে IPX5 রেটিং রয়েছে, যা নেকব্যান্ডটিকে পানি থেকে রক্ষা করবে। ভারতীয় বাজারে ২ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ১৮৬ টাকা।

সূত্র: গ্যাজেট ৩৬০


আরও সংবাদ

জরুরি হটলাইন