ক্লাসে ছাত্ররা ঘুমায় যে কারণে
শিক্ষক প্রতিদিনই খেয়াল করছেন মন্টি ক্লাসে ঘুমায়। একদিন মন্টিকে ধমক দিয়ে বললেন—
শিক্ষক: এই! ক্লাসে ঘুমোচ্ছ কেন?
মন্টি: স্যার, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!
শিক্ষক: তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?
মন্টি: কারণ, ওরা আপনার কথা শুনছে না!
***
ঘুমানোর পর ওষুধ খাবেন
এক রোগী চিকিৎসকের ঘরে ঢুকেই বললেন, ‘ডাক্তার সাহেব, কোনো কিছু খাওয়ার পর আমার আর কিছুতেই খিদে পায় না। বেশ সমস্যায় পড়েছি এ নিয়ে। একটু চেক করে দেখুন তো।’
এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘হুম, আপনার অবস্থা তো দেখছি খুবই খারাপ।’
এ কথা বলে চিকিৎসক চিকিৎসাপত্রে কিছু ওষুধের নামসহ লিখে দিলেন, ‘প্রতিদিন একটা ওষুধ ঘুমোনোর পর খাবেন, আর একটা খাবেন ঘুম ভাঙার আগে।’