ডু অর ডাই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। তারা আগের আসরের রানার্সআপও। আজকের ম্যাচে জয় ছাড়া অন্যকোনো চিন্তা করতে পারবে না পাকিস্তান। সেই সঙ্গে জয়টি হতে হবে বড় ব্যবধানে। মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ফেবারিট দল হিসেবেই বিশ্বকাপ খেলতে আসে পাকিস্তান। অথচ প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে বসে তারা। টানা দুই পরাজয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে বাবর-আফ্রিদিদের। তবে শেষ হয়ে যায়নি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ। এই জন্য অবশ্যই জিততে হবে নিজেদের পরবর্তী দুটি ম্যাচ। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।
এমন সমীকরণের ম্যাচ পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ। তার জায়গা ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটার সাইম আইয়ুব।
‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে ২টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের, পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে।
পাকিস্তানের একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।
সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে