• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

বাসে আগুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৬
বুধবার, ১২ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  তিশা পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুরের দিকে তিশা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। তখন আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচলসহ প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ ও ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন