• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

’সোনাক্ষী’র বিয়ের বিষয়ে কিছুই জানেন না বাবা ’শত্রুঘ্ন’

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৫
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার বাবা শত্রুঘ্ন সিনহা। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ভারতীয় গণমাধ্যমের বরাতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের বিষয়ে সবাই এখন অবগত। আগামী ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। বিয়ের কার্ডও ইতোমধ্যেই ছাপানো হয়ে গেছে। তবে মেয়ের বিয়ের বিষয়ে কিছুই জানেন না বলিউড অভিনেতা ও তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। খবর : বলিউড হ্যাঙ্গামা

সোনাক্ষীর বিয়ে এখন বলিউডের টক অব দ্য টাউন। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও এখনো মুখ খোলেননি। তবে মেয়ের বিয়ের বিষয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেতা।

শত্রুঘ্ন সিনহা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে এই অভিনেতা টাইমস নাউকে বলেন, ‘আমি বর্তমানে দিল্লিতে অবস্থান করছি। মেয়ের বিয়ের বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। কারণ আমার মেয়ে আমাকে এ বিষয়ে এখনো কিছু অবগত করেনি। সে জানালে আমরা জানব। তখন আমি এবং আমার স্ত্রী যেয়ে তাদের আশীর্বাদ করব। আমরা চাই, তারা সারাজীবন সুখে-শান্তিতে থাকুক।’

এ সময় অভিনেতা আরও বলেন, ‘আমার মেয়ের সিদ্ধান্তের ওপর আমাদের ভরসা আছে। আমি জানি সে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তার বিবেচনাকে আমরা সম্মান করি। আর তার এখন নিজেরই সিদ্ধান্ত নেওয়ার আধিকার রয়েছে। যেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই।’

সোনাক্ষীর বিয়ে নিয়ে তার বাবার এমন মন্তব্য ইতোমধ্যেই গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বিয়ের তারিখ যে ২৩ জুন তা ইতোমধ্যেই অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন