হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।
রোববার (২৩ জুন) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা।
বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন।
দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে খালেদা জিয়া। রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতে অবরুদ্ধ আছেন। অভিযোগ করলেও সুচিকিৎসা দেওয়া হয় নি। বোর্ড বারবার বলেছে তাকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না।
তিনি বলেন, অবৈধ সরকার দেশ বিক্রি করে দিয়েছে। পুলিশের কিছু সদস্যকে গণতন্ত্র ধ্বংসের দায় নিতে হবে।
এর আগে শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।