• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে একসঙ্গে রজনীকান্ত-সালমান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
রজনীকান্ত ও সালমান খান। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

একজন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মুক্তির দিন দেশটির বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকেরা। আরেকজন বলিউড ভাইজান সালমান খান। নামের মতো তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। এবার ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন আরেক তারকা পরিচালক অ্যাটলি কুমার। খবর : বলিউড হ্যাঙ্গামা সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সবে মাত্র প্রাথমিক কথা বার্তা চলছে। এটি হতে যাচ্ছে অ্যাটলি এবং ভারতের ইতিহাসের বচেয়ে বড় সিনেমা। এমনটাই জানিয়েছে নির্মাতার সূত্র।

জানা যায়, নতুন এই প্রোজেক্টের জন্য অ্যাটলি বিগত দুই বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ দুজনের শিডিউল না পাওয়ায় কাজটি সামনের দিকে অগ্রসর হয়নি। এখন প্রাথমিক কার্যক্রম একদম শেষের দিকে। এ বছরের শেষ নাগাদ শুরু হবে এর শুটিং। সান পিকচার্স সিনেমাটি প্রযোজনা করবে।

রজনী বর্তমানে ‘কুলি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া সালমান আছেন ‘সিকান্দার’। এই দুটির কাজ শেষ করেই তারা অ্যাটলির নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন