• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:০০ অপরাহ্ন

বাহাউদ্দিন নাছিমের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সভা অনুষ্ঠিত

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮০
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
কাকরাইলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বাহাউদ্দিন নাছিম তাদের সমস্যার কথা শুনেন এবং সমস্যার সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বীরেন সিকদার এমপি, সাংবাদিক স্বপন সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মনিন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, কৃষিবিদ সমীর চন্দ, নির্মল গোস্বামী, অশোক মাধব রায়, সুব্রত পাল, সুবীর কিশোর চৌধুরী, নান্টু রায় ও প্রকৌশলী রতন কুমার দত্ত উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বিভিন্ন সমস্যা ছাড়াও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন