• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল সহ গাড়িচালক আটক-১

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৮০
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা পন্যবাহী ট্রাকে অভিযান চালিয়েছে বিজিবি ও কাস্টমস। যৌথ এ অভিযানে ভারতীয় ট্রাকচালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করেছে প্রশাসন। সে বনগাঁর পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী।

সোমবার ১জুলাই রাতে বন্দরের ইয়ার্ড থেকে ট্রাকটি আটক করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় গাড়িটি সনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন