• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

রণবীর-আলিয়াকে নিয়ে নভেম্বরে মিশন শুরু বানসালির

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৭
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বলিউডের নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সিনেমা নির্মাণে তার নির্দেশনা বরাবরই মুগ্ধ করে দর্শকদের। তার প্রতিটি কাজেই থাকে আলাদা আলাদা উপস্থাপনা, যা বি-টাউনের আরও সব নির্মাতাদের থেকে তাকে আলাদা করে রেখেছে দীর্ঘ সময় ধরে। এবার নতুন আরেকটি সিনেমা নির্মাণের হাত দিয়েছেন এই মাস্টারমাইন্ড। নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। খবর : পিঙ্কভিলা

বছরের শুরুতেই এই সিনেমার ঘোষণা দেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যমে তখনই জানান, এটি হতে যাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটে প্রেমের সিনেমা। তবে কবে থেকে শুটিং শুরু হবে বা কবে মুক্তি পাবে সে বিষয়ে তখন কিছুই নিশ্চিত করেননি তিনি। এবার জানা গেল সিনেমা মুক্তির সম্ভাব্য তারিখ ও শুটিং শুরুর সময়।

ভারতীয় গণমাধ্যম বলিউড হ্যাঙ্গামায় সিনেমাটি নিয়ে বানসালির ঘনিষ্ঠ এক সূত্র বেশকিছু তথ্য দিয়েছেন। যেখানে বলা হয়েছে ২০২৪-এর নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এরপরই শুরু হবে সিনেমার শুটিং, যা চলবে টানা ২৫০ দিন।

এই সিনেমার সঙ্গে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে ভারতের জায়ান্ট ডিজিটাল প্ল্যাটফর্ম জিও স্টুডিও। ধারণা করা হচ্ছে এটি বানসালির ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল কাজ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি ২০২৫ সালের ক্রিসমাসে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন