• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

হিলিতে বেড়েছে পিঁয়াজের দাম

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
শনিবার, ৬ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি ( দিনাজপুর) প্রতিনিধি , দিনাজপুরে হিলিতে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানেই কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় ও দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

৬ জুলাই শনিবার সরেজমিনে হিলি স্থল বন্দর সংলগ্ন বাংলা হিলি বাজারের পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫থেকে ৯৭ টাকায়। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ থেকে ১১০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেই পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা দরে। খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা দরে।

বাংলা হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ঈদের পর তারা ভারতীয় পেঁয়াজ সেভাবে পাননি। তাই দেশি পেঁয়াজই বিক্রি করছেন। মূল্যবৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ না আসায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। আর চাপ বেড়ে যাওয়ায় মোকামে বেড়েছে পেঁয়াজের দাম। তাই বেশি দামে পেঁয়াজ কিনে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ভারতীয় পেঁয়াজ না আসলে সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা।

দ্বিতীয় বৃহৎতম হিলি স্থলবন্দর দিয়ে ইতিপূর্বে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হলে ও বর্তমানে এই বন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-অর রশিদ জানান, দুই দেশেই পেঁয়াজের শুল্ক বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভারতেও পেঁয়াজের দাম বেশি। সে কারণে পেঁয়াজ আমদানিতে সুবিধা করতে পারছেন না তারা। এজন্য পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন